পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে নালায় ফেলে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক – স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সন্দেহে মাথায় আঘাত করে খুন করে তার স্বামী৷ শুধু তাই নয়৷ মৃতদেহ যেন শনাক্ত করা না যায় তাই দেহের মাথাও কাটেন। তারপর সেটিকে ব্যাগে ভরে ফেলে দেওয়া হয় নালায়৷

এই ভয়ানক ঘটনাটি ঘটেছে ভারতের তামিল নাড়ুন ইরোডে এলাকায়৷

নিউজ১৮ টিভির খবরে বলা হয়, ২৮ বছরের মুনিপ্পমের সঙ্গে ৮ মাস আগে বিয়ে হয়েছিল ১৯ বছরের নিভতার৷ দুজনেরই গ্রামের বাড়ি কর্নাটকে।

বিয়ের পর থেকে ইরোড থেকে ১০ কিলামিটার দূরে মেত্তুকাড্ডাইতে থাকতেন তারা৷

শুরু থেকেই স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন মুনিপ্পম৷ তা নিয়েই তাদের মধ্যে নিয়মিত ঝগড়া লেগে থাকতো।

সোমবার রাতে মাত্রা ছাড়ায় ঝগড়া৷ রাগের মাথায় স্ত্রীর ঘারে ভারী বস্তু দিয়ে সজোরে আঘাত করে মুনিপ্পম৷ পরে ধড় থেকে মাথা আলাদা করে দেয়৷ এরপর একটি বস্তায় ভরে মোটরবাইকের পিছনে বেঁধে নেয় ব্যাগ৷

নালায় গিয়ে দেহ ফেলার সময়ই কয়েকজন দেখে, ব্যাগ থেকে বেরিয়ে রয়েছে মানুষের পা৷ মুনিপ্পমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারাই৷

আরও খবর