টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী শিবিরে সন্ত্রাসীদের গুলিতে অছি উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কক্সবাজার সদর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

নিহত অছি উল্লাহ টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে ১১ নং রুমের মো. লালুর ছেলে।

আলীখালী রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, অস্ত্রধারীদের গুলিতে আহত অছি উল্লাহ ভোরে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

স্থানীয়রা জানায়, একদল অস্ত্রধারী সন্ত্রাসী বৃহস্পতিবার গভীর রাতে আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকে এসে অছি উল্লাহর ভাই আব্দুল বাসেতকে (১৪) অস্ত্রের মুখে তুলে নিয়ে যেতে চায়। এ সময় অছি উল্লাহ বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও রোহিঙ্গারা তাকে উদ্ধার করে মুচনী গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। ভোরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত অছি উল্লাহ ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে এসে আলীখালী রোহিঙ্গা শিবিরে আশ্রয় নিয়েছিলেন।

আরও খবর