রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে রাইড শেয়ারিং সার্ভিসের একটি মোটরসাইকেলকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত ফাহমিদা হক লাবণ্য (২১) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে তৃতীয় বর্ষে পড়তেন।
মোটরসাইকেলে চড়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লাবণ্যর বাসা শ্যামলীর ৩ নম্বর সড়কে। তার বাবার নাম এমদাদুল হক।
শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, ওই ছাত্রী রাইড শেয়ারিং কোম্পানির একটি মোটরসাইকেলে চড়ে ক্লাসে যাচ্ছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এলে একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে আহত হন। বাইকের চালক গুরুতর অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। ছাত্রীটিকে হাসপাতাল রেখে মোটরসাইকেলের চালকও পালিয়েছে। এই দুর্ঘটনায় সুমন নামে আরেকজন আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাকে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-