আজ শপথ নেবেন জেলার ৭ উপজেলার জনপ্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক :

আজ শপথ নেবেন জেলার ৭ উপজেলার ১৯ জনপ্রতিনিধি। সকাল ১০ টায় চট্টগাম মহানগরের সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের পর থেকেই জনপ্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বপালন করতে পারবেন তাঁরা।

ইতোমধ্যে শপথ গ্রহণ করতে উল্লিখিত জনপ্রতিনিধিদের কাছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে চিঠি প্রেরণ করা হয়েছে। ফলে, আইনি কোন জটিলতা না থাকলে তাঁদের শপথ গ্রহণে কোন প্রতিবন্ধকতা থাকবে না। তবে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নিতে পারবেন না টেকনাফ উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান মৌলানা ফেরদৌস আহমদ। আদালতের আদেশের কারণেই শপথ নিতে পারবেন না তিনি।

অন্যদিকে, চকরিয়া উপজেলার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী। নির্বাচিত হলেও নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রজ্ঞাপনে তাঁর নাম অন্তর্ভুক্ত না হওয়ায় শপথ নিতে পারছেন না তিনি।

উল্লিখিত দুই ভাইস চেয়ারম্যান ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীও আজ শপথ গ্রহণ করতে পারবেন না। উচ্চ আদালতের আইনি ঝামেলা থেকে মুক্ত হলেও নির্বাচন কমিশন কর্তৃক গেজেটভুক্ত না হওয়ায় শপথ নিতে পারবেন না তিনি।

আরও খবর