টেকনাফে পুলিশের গুলিতে ডাকাত মোস্তাক নিহত: ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ গহীন পাহাড়ে পুলিশ ও ডাকাত দলের সাথে গোলাগুলি ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় বহু মামলার পলাতক আসামি এক সময়ের শীর্ষ ডাকাত মোস্তাক নিহত। ৩ পুলিশ সদস্য আহত। অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার।

তথ্য সূত্রে জানা যায় ২৪ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে লেংগুরবিল পাহাড়ী এলাকায় এ ঘটনাটি সংঘটিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহু মামলার পলাতক আসামী এবং তালিকাভুক্ত এক সময়ের শীর্ষ ডাকাত মোস্তাক আহমদকে গ্রেফতার করার জন্য লেঙ্গুরবিল পাহাড়ে পুলিশ অভিযান পরিচালনা করে কিন্তু ডাকাতদলের সদস্যরা

উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। উক্ত ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়।

তারা হচ্ছে,এসআই সুজিত দে, কনস্টেবল রুমান ও মেহেদী
তাৎক্ষণিক এই খবর পাওয়ার সাথে সাথে থানা থেকে আরো একদল পুলিশ উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশ ও ডাকাত দলের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

এক পযার্য়ের পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘটনাস্থল তল্লাশী করে মোস্তাক ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করা হয়। এছাড়াও দেশীয় তৈরী ৪টি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ,৩ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আরও খবর