টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র্যাব।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, রোববার বিকেলে উপজেলার সদর ইউপির বরইতলী এলাকায় রাহমানিয়া জামে মসজিদের সামনে র্যাব সদস্যরা টেকনাফগামী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্যান্টের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার আব্দুর রহমানের পুত্র ইব্রাহিম (১৯) ও একই এলাকার মোহাম্মদ সালামের পুত্র ছৈয়দ নূরকে (১৮) আটক করে।
তিনি আরো জানান, আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-