উখিয়ায় ইয়াবাসহ ২ পাচারকারী আটক

শহিদুল ইসলাম :

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা শূক্রবার ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ১ শ ৫৫ পিস ইয়াবা সহ ২ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃতরা হলেন, রাঙ্গামাটি জেলার বাংলা গ্রামের নজির আহমদের ছেলে মোঃ নুরুল ইসলাম (৩৮) ও উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের মোঃ নুর হোছনের ছেলে মোঃ আবছার (২৩)। তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫শ টাকা বলে কক্সবাজার ৩৪ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক আশরাফ উল্লাহ রনি জানিয়েছেন।

বিজিবি জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের খুনিয়াপালং ও পালংখালীর বটতলী বাজার এলাকায় যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় এবং একই সাথে ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ্দ করা হয়েছে বলে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানিয়েছেন।

আরও খবর