ইয়াবাসহ ‘সিআইডি’ পুলিশের সদস্য আটক

ডেস্ক রিপোর্ট – সাভারের আশুলিয়ায় ৯৯০ পিস ইয়াবাসহ কনস্টেবল তাইজু উদ্দিন (২৯) নামে সিআইডি পুলিশের এক সদস্যকে আটক করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে সাভারের আশুলিয়া থানার চাঁনগাও এলাকা থেকে ওই পুলিশ কর্মকর্তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক পুলিশ কর্মকর্তা গাজীপুরের জয়দেবপুর থানার সালনা গ্রামের স্থানীয় তোফাজ্জল হোসেনের ছেলে।

এ বিষয়ে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, রাতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় ওই পুলিশ সদস্যকে সন্দেহের ভিত্তিতে তল্লাশি করা হয়। পরে তার দেহে লুকানো অবস্থায় ৯৯০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় আটককৃত ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করে। পরে খোঁজ-খবর নিয়ে পুলিশ পরিচয়ের সত্যতা মিলে যায় বলেও জানান তিনি ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

আরও খবর