উখিয়া স্বাস্থ্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

এম.এস রানা,উখিয়া
উখিয়ায় রোহিঙ্গা শিবিরকে ঘিরে এক শ্রেনী প্রতারক চক্র গড়ে তুলেছে বিপুল ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদ। আর এসব পণ্য কিছু অসাধু ব্যবসায়ীদের সহযোগীতায় পৌঁছে যাচ্ছে অসচেতন রোহিঙ্গাদের পেটে। ফলে এসব ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে জীবনহানীসহ নানান সমস্যায় ভোগছে এসব রোহিঙ্গা জনগোষ্টি।

এ ছাড়াও দামে কম হওয়ায় রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক ত্রাণ ব্যবসায়ীরা তা সংগ্রহ করে উখিয়ার বাজারসহ গ্রামাঞ্চলের দোকানে সয়লাব করে দিচ্ছে বলে অনেক ভুক্তভোগীদের অভিযোগ।

এ ব্যাপারে জ্ঞাত হলে উখিয়া উপজেলা স্বাস্হ্য বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কোমল পানীয়, মিনারেল ওয়াটার, আইসক্রীম, জুস, ফানটা,সেভেন আপ,কোকাকোলা সহ বিভিন্ন খাদ্যদ্রব্য ধ্বংস করছে।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলমের নেতৃত্বে একটি টিম ১৮ এপ্রিল বৃহস্পতিবার কুতুপালং ক্যাম্পের লাম্বাশিয়া বাজারের দোকানে এ অভিযান চালিয়ে এ সব ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করে।

এ ব্যাপারে স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম জানান, রোহিঙ্গা ক্যাম্প গুলোতে দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা ও যথাযথ তদারকি না থাকায় ভেজাল পণ্যের সিন্ডিকেট তাদের অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।

আরও খবর