এন এইচ নীরব, চট্টগ্রাম :
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলার অধিনস্থ লায়ন্স ক্লাব অব চিটাগাং গ্রিনসিটির সহযোগিতায় ও ফারুক সালমা ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য সকাল ১০ ঘটিকায় রাউজান নোয়াপাড়াস্থ পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের কেবিনেট সেক্রেটারী লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, গোল্ডেন সিটি লায়ন্স ক্লাব সভাপতি লায়ন মোঃ হোসেন রানা এবং সভাপতিত্ব করেন, লায়ন আলহাজ্ব ফরিদ আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সামাজিক সেবা কার্যক্রমের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে লায়ন্সরা। দেশ ও সমাজের উন্নয়নের জন্য লায়ন সদস্যরা যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। সবকিছু দেখে মনে হলো যে, অদূর ভবিষ্যতে এই সেবা কার্যক্রম শুধুমাত্র রাউজান নয়, সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্যাপক ভূমিকা রাখবে। তবে এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার মানসম্মত শিক্ষা আরো গতিশীল করতে গ্রামের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি ফারুক সালমা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদজ্ঞাপন করেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মুনিরুল ইসলাম, ফারুক সালমা ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম, পাইওনিয়ার হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোঃ শফি, ইস্টার্ন ট্রাভেল্স এর পরিচালক আলহাজ্ব আবদুল মান্নান, পটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আকতার প্রমুখ।
এছাড়াও স্কুল প্রাঙ্গনে অভিভাবকবৃন্দ, সাংবাদিক সহ সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-