অনলাইন ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তানে বাস থেকে জোর করে নামিয়ে অন্তত ১৪ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে প্রদেশটির ওরমারা এলাকার মাকরান উপকূলীয় মহাসড়কে এ ঘটনা ঘটে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোহসীন হাসান বুট জানান, ছদ্মবেশে থাকা ১৫ থেকে ২০ জন অজ্ঞাত বন্দুকধারী করাচি থেকে গওয়াদরগামী পাঁচ থেকে ছয়টি বাস থামায়।
তিনি বলেন, রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বুজি টপ এলাকায় বন্দুকধারীরা একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে, তারপর ১৬ জন যাত্রীকে নামিয়ে নিয়ে যায়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে ৩৬ জনের বেশি যাত্রী ছিলেন। আইজি বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুব কাছ খেকে তাদের গুলি করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-