কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে পাচারকালে ভাই-বোন আটক

চট্টগ্রাম – নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বু্ধবার (১৭ এপ্রিল) ভোরে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।

আটক দুইজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার আজিজুর রহমানের ছেলে মো. তানভীর হোসেন (২৮) ও তার বোন রওশন আরা (৩২)।

মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ১৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে রাজশাহী যাচ্ছিলেন।

আরও খবর