প্রকাশিত সংবাদের একাংশের জোর প্রতিবাদ

গত ১২ এপ্রিল শুক্রবার কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল নিউজকক্সবাজার.কমসহ বিভিন্ন অনলাইনে “ইয়াবা গ্রাম লার পাড়ার চিহ্নিত মাদক কারবারীরা দাপটের সাথে চালাচ্ছে ইয়াবা ব্যবসা”

শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের একাংশে পশ্চিম লার পাড়ার মোঃ আব্দুল গফুর মিস্ত্রি নামে আমার নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ হওয়ার আমি হতবাক এবং বিস্মিত হয়েছি।

উক্ত সংবাদের একাংশের আমি তীব্র প্রতিবাদসহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে, আমি পেশায় একজন দালান নির্মাণ মিস্ত্রি। মাদকের মতো ঘৃণিত কোন কাজে কখনও ছিলাম না এখনও নাই। উক্ত সংবাদে আমার নিকট আত্মীয় টেকনাফে আছে বলে উল্লেখ্য করলেও আমার কোন আত্মীয় স্বজন টেকনাফে নেই। আমি দালান মিস্ত্রি হিসাবে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় সুনামের সাথে দালান ঘর নির্মাণ করে জীবিকা নির্বাহ করে আসছি।

এ ব্যাপারে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার লোকজন আমাকে দালান মিস্ত্রি হিসাবে জানেন এবং ছিনেন। আমি এলাকার মাদক ব্যবসায়ী ও উশৃংখল ব্যাক্তিদের বিরুদ্ধে সব সময় সোচ্চার হওয়ায় এটা আমার জীবনে কাল হয়ে দাড়িয়েছে। তারাই আমার বিরুদ্ধে সমাজের বিবেক নামে পরিচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক ভাইদের আমার বিরুদ্ধে ভুল বুঝিয়ে এহেন জঘন্য ভিত্তিহীন সংবাদ দিয়ে আমাকে সমাজ ও রাষ্ট্রের চোখে মাদক ব্যবসায়ী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছে।

আমি উক্ত সংবাদের একাংশের জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এ ব্যাপারে সত্যতা যাচাইয়ের জন্য সরকারের সকল প্রশাসন ও সংবাদকর্মী ভাইদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং উক্ত প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মোঃ আব্দুল গফুর মিস্ত্রি
পশ্চিম লার পাড়া, ঝিলংজা, কক্সবাজার সদর।

আরও খবর