ডেস্ক রিপোর্ট – রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল ভোর ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহতের নাম নবী হোসেন (৪৭)। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, ঢাকা উদ্যান এলাকার একটি চেকপোস্টে ভোর ৫টা ১৫ মিনিটে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় নবী হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন। মাদক ব্যবসায়ীদের গুলিতে দুইজন র্যাব সদস্য আহত হন। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলিসহ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-