বাংলাদেশ বাস্তহারা লীগ কক্সবাজার পৌর কমিটি গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

জেলা সভাপতি মাষ্টার এনামুল হকের হাত থেকে অনুমোদনপত্র নিচ্ছেন

বাংলাদেশ বাস্তহারা লীগ কক্সবাজার পৌর কমিটি পূর্ণাঙ্গ গঠন করার লক্ষ্যে মো. জহির আলম পাপ্পিকে, আহ্বায়ক, মো. নুরুল কবিরকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

১১ এপ্রিল (বৃহস্পতিবার) একটি অভিজাত হোটেলে কক্সবাজার জেলা বাস্তহারা লীগের সভাপতি মাষ্টার এনামুল হক ও সাধারণ সম্পাদক মাষ্টার আবদুর রহিমের স্বাক্ষরিত বাংলাদেশ বাস্তহারা লীগের একটি প্যাডে ১১ সদস্য বিশিষ্ট নতুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। অন্যান্য সদস্য যথাক্রমে মো. পারভেজ, মো. হামিদ, হারুণ অর রশিদ, কায়সার হামিদ, শাকিল, সোয়ফ উদ্দীন, শাহরিয়া হোসেন, আপন শর্মা ও আছমা খাতুন।

উল্লেখ্য যে, গত ২০১৯ সালের ১৩ মার্চ বাংলাদেশ বাস্তহারা লীগ কক্সবাজার পৌর কমিটি গঠন হয়েছিল। সংগঠনের বিধি মোতাবেক উক্ত আহ্বায়ক জেলা কমিটির সন্তুষ্ট জনক না হলে অথবা কার্যকলাপ সন্তুষ্ট না হলে ১ মাসের মধ্যে বিলুপ্ত ঘোষণার বিধান রয়েছে। তাই উক্ত আহ্বায়ক কমিটি কার্যকলাপে জেলা কমিটির সন্তুষ্ট জনক না হওয়ায় পুরো কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর