কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে যাত্রীবাহী মাহিন্দ্রা উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
১১ এপ্রিল বিকাল ৪ টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী আনিসুল হক।
প্রত্যক্ষদর্শীদের মতে, যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়িটি পূর্ব দিকে যাচ্ছিল। বিপরীত দিকে একটি শ্যামলী বাস ও পিছন দিক থেকে আরেকটি বীচবাইক আসতে দেখে আত্মরক্ষা করতে গিয়ে মাহিন্দ্রাটি উল্টে যায়। এতে কমবেশি সব যাত্রী আহত হয়েছে।
/সিবিএন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-