সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল
কক্সবাজার জেলা সদর হাসপাতালে নতুন সুপার ও সহকারী পরিচালক পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ২৫০ শয্যার হাসপাতালের শীর্ষ দু’টি পদের মধ্যে সুপারিন্টেনডেন্ট পদে ফৌজদারহাঠ বক্ষব্যাধী হাসপাতালের প্রধান ডাঃ মহিউদ্দিন ও সহকারী পরিচালক পদে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকু উস সালেহীন ইমু নিয়োগ পেয়েছেন।
ডাঃ রফিকু উস সালেহীন ইমু বুধবার ১০ এপ্রিল কর্মস্থলে যোগদান করেছেন।
সদর হাসপাতালের সাবেক সুপারিন্টেনডেন্ট ডাঃ সুলতান আহামদ সিরাজী গত ১৪ মার্চ থেকে পিআরএল-এ যাওয়ার পর ডাঃ বিধান পাল ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রসঙ্গত, কক্সবাজার জেলা সদর হাসপাতালে গত ৪ এপ্রিল থেকে রোগীর স্বজনদের সাথে ইন্টার্নি চিকিৎসকদের সংগঠিত বেশ ক’টি অপ্রীতিকর ঘটনার পর হাসপাতালে বার বার অচলাবস্থা সৃষ্ট হয়। এনিয়ে, হাসপাতালের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-