টেকনাফে ইয়াবা, চোলাই মদ ও নগদ টাকাসহ ভাই-বোন আটক

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে ইয়াবা, চোলাই মদ ও নগদ টাকাসহ খুচরা মাদক ব্যবসায়ী দুই ভাই-বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় ধৃতদের বসতবাড়ি খুচরা মাদকস্পটে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা, ১০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়। ধৃতরা হচ্ছে কুলসুমা বেগম (৩০) ও তার ভাই মো. রশিদ প্রকাশ মংমংছিং(৩৪)।
জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রন আধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডল জানান, সোমবার রাতেই ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, ধৃতদের মঙ্গলবার সকালে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, টেকনাফের সর্ববৃহৎ খুচরা মাদকপল্লী কায়ুকখালী পাড়া এলাকায় অন্তত আরো ডজনখানেক খুচরা মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে।

আরও খবর