সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যায় ভাঁসছে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী

শফিক আজাদ,উখিয়া

এইচএসসি/সমমান পরীক্ষার দিন সকাল ৯টার পূর্বে এবং সাড়ে ১০টার পরে প্রশাসন সড়কে এনজিও’র গাড়ী চলাচলে গণবিজ্ঞপ্তি জারী করলেও তা না মানায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়াস্থ উপজেলা গেইটের সামনে দাড়িয়ে নিজ উদ্যোগে এনজিও-আইএনজিও গাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নামিয়ে দেন। ইউএনওর এমন কাজের প্রতি সাধুবাদ জানিয়েছেন সর্বত্রের মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুকেও প্রশংসার ঝড় উঠে।

কক্সবাজার জার্নাল ডটকম’র নিজস্ব ফেসবুক গ্রুপে “এনজিও সংস্থার গাড়ি রুখে দিলে ইউএনও নিজেই”

এই শিরোনামে স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে অনেকে উনার এই কাজের প্রশংসা করে ধন্যবাদ জানান।

স্ট্যাটাসটি ছিল…. এইচ.এস.সি ও আলিম পরিক্ষা থাকাকালীন সময়ে সকালে এনজিও সংস্থার গাড়ি ৯-১০টার আগে না আসতে বারণ করার পরেও তারা তা অমান্য করে আসলে ছাত্র-ছাত্রীদের পরিক্ষার কেন্দ্রে পৌছুতে সুবিধার্তে রাস্তায় নেমে গাড়ি রুখে দিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিকারুজ্জামান চৌধুরী”

মুফিদুল আলম তার নিজস্ব ফেইসবুক আইডিতে লিখেছেন ‘ধন্যবাদ উখিয়ার সফল ইউএনও নিকারুজ্জামান চৌধুরী’ এইচএসএসি পরিক্ষার্থীদের জ্যামের দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে এবার সরাসরি সড়কে দাড়িয়ে এনজিও আর আইএনজিও সংস্তার গাড়ি আটকে দিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী। ধন্যবাদ ইউএনও মহোদয়।

হেলাল উদ্দিন লিখেছেন- উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিকারুজ্জামান চৌধুরী রবিন স্যারের প্রচেষ্টায় H S C পরীক্ষার্থীদের পরিবহনের সমস্যা দুর করে পরীক্ষা অংশ গ্রহণের সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ স্যার আপনাকে। 

এসকে কামাল প্রসংসা করে লিখেছেন ধন্যবাদ UNO স্যার কে। এইচ.এস.সি ও আলিম পরিক্ষা থাকাকালীন সময়ে সকালে এনজিও সংস্থার গাড়ি ৯- ১০টার আগে না আসতে বারণ করার পরেও তারা তা অমান্য করে আসলে ছাত্র-ছাত্রীদের পরিক্ষার কেন্দ্রে পৌছুতে সুবিধার্তে রাস্তায় নেমে গাড়ি রুখে দিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিকারুজ্জামান চৌধুরী ৷

শ.ম গণমাধ্যমকর্মী লিখেছেন উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী! এইচএসএসি পরিক্ষার্থীদের জ্যামের দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে এবার সরাসরি সড়কে দাড়িয়ে এনজিও সংস্থার গাড়ি আটকে দিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী। স্যালুট ইউএনও মহোদয়। এভাবে আরো অনেকে ইউএনওর এই কাজের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। 

ইউএনও মোঃ নিকারুজ্জামান চৌধুরী এ বিষয়ে জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে গত ৩১ মার্চ একটি গণবিজ্ঞপ্তি জারী করা হয়। সেখানে পরীক্ষার দিন যানবাহন চলাচলে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হলেও সোমবার পরীক্ষার দিন তা না মানায় এ সিদ্ধান্ত  নেওয়া হয়।

আরও খবর