সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
কক্সবাজার বিমানবন্দর গেইটে দায়িত্বরত আনসারদের টাকা না দিলেই ভিতরে প্রবেশ করা যাইনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। জনপ্রতি ৫০ টাকা করে দাবী করে উক্ত আনসাররা। ৫০ টাকা দিলেই ভিতরে প্রবেশ করা যায়। অন্যতায় বিমানবন্দরে ঢুকাতো দূরের কথা গেইট থেকে অনেক দূরে তাড়িয়ে দেয় তাঁরা। এভাবে প্রতিনিয়তেই হয়রানির শিকার হচ্ছে যাত্রী নিতে আসা অনেক আত্মীয়-স্বজন।
সদরের ভারুয়াখালী থেকে বিমানবন্দরে আসা আব্দুর রহমান নামের এক ব্যক্তি। তিনি বলেন, আমার ভাই সৌদি আরব থেকে আসছেন। তাই তাকে নিতে বিমান বন্দর আসছি। ঢুকার প্রথম গেইটেই দায়িত্বরত আনসার আমাকে আটকে ফেলে এবং বললেন কোথায় যাচ্ছেন? সৌদ আরব থেকে আমার ভাই আসছে তাকে নিতে আসছি। দায়িত্বরত আনসার বাবুল বলেন, আপনারা কয়জন আসছেন বলছি ৫ জন, জনপ্রতি ৫০ টাকা দিলে ভিতরে ঢুকা যাবে। না হলে ঢুকা যাবেনা। প্রথমেই আমি তাকে ১৫০ টাকা দিয়েছি বললেন হবেনা। অবশেষে ২৫০ টাকা দিয়েই ভিতরে প্রবেশ করছি। এভাবেই টেকনাফ থেকে আসা রহিম উল্লাহ নামে এক ব্যক্তি একই কথা বলেন। তবে বিমান বন্দরে আসে বেশির ভাগই গ্রাম-অঞ্চল থেকে। তাদেরকে ধমকি দিলেই টাকা দিয়ে দেয়।
গেইটে দায়িত্বরত আনসার বাবুলের কাছে টাকার কথা জানতে চাইলে তিনি প্রথমই প্রতিবেদককে অস্বীকার করেন। পরে বলেন, ভাই আমরা দাবী করে টাকা নিচ্ছিনা। খুশি করে যাঁরা টাকা দেয় তাদের থেকে নিচ্ছি। সরেজমিনে গতকাল (রোববার) বিকেল ৩ টার দিকে বিমান বন্দর গেইটে দায়িত্বরত ছিলেন, বাবুল, রহিম ও মজিবুল।
এ বিষয়ে সি পি আর মো. আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিমান বন্দরে ঢুকতে কোন টাকা লাগেনা। টাকা নেয়ার এখতিয়ারও নেই। গেইটে দায়িত্বরত আনসাররা জনপ্রতি ৫০ টাকা করে নিচ্ছে এধরণের অভিযোগও করেনি কোন ভুক্তভোগী। যদিও নিয়ে থাকে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে বিমা বন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জমান বলেন, বিষয়টি আমি আবগত নয়। তবে গেইটে টাকা নেয়ার কোন এখতিয়ার নেই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-