সবখানে তরমুজের ছড়াছড়ি, তবু দাম চড়া

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল

কক্সবাজার শহরের বন বিভাগ কার্যালয়ের সামনে বিক্রির জন্য স্তুপ করে রাখা তরমুজ।

কক্সবাজার জেলার সবদিকেই তরমুজের ছড়াছড়ি। কিন্তু ভরা মৌসুমেও বাজারে তরমুজের দাম আকাশ চুম্বি। গত বছরের তুলনায় এবার তরমুজের দাম দ্বিগুন বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। গেল বছর এ সময় ৪ কেজি ওজনের তরমুজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা এবার ওই ওজনের তরমুজ বিক্রি করা হচ্ছে ১৪০ টাকা থেকে ১৫০ টাকা। একইভাবে ৫ থেকে ৬ কেজি ওজনের তরমুজ বিক্রি হতো ১৬০ টাকা থেকে ১৮০ টাকা কিন্তু এবার ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে কক্সবাজার শহরের পূবালী ব্যাংক ও বন বিভাগ কার্যালয়ের সামনে বিক্রির জন্য স্তুপ করে রাখা হয়েছে তরমুজ। আকারে বড় ও মিষ্টি স্বাদযুক্ত এ তরমুজের চাহিদা আছে ক্রেতাদের। অনেকেরই আবার চাহিদা থাকলেও দাম বৃদ্ধির কারণে ক্রয় করা সম্ভব হচ্ছেনা। কেননা গত বছরের চেয়ে দ্বিগুন দাম তরমুজের।

গত ৪ এপ্রিল (শুক্রবার) দুপুরের দিকে শহরের বন বিভাগ কার্যালয়ের সামনে সড়কের পাশে স্তুপ করে তরমুজ বিক্রি করছিলেন ব্যবসায়ী পলাশ। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ছোট্ট চাইজের অর্থাৎ (৪ কেজি ওজনের) হলে ১৪০ থেকে ১৫০ টাকায় বড় চাইজের হলে ৩০০ থেকে ৪০০ টাকায়। তিনি জানান, শুরুতেই উত্তর ভঙ্গের কুমিল্লা, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, পতেঙ্গা ও নোয়াখালীর তরমুজ উৎপাদনের চাষে বাম্পার ফলন ছিল। কিন্তু কিছুদিন পূর্বে প্রচুর শিলা বৃষ্টির কারণে তরমুজ উৎপাদন খামার নষ্ট হওয়াতে বাজারে তরমুজের দাম বৃদ্ধি। এমনকি চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় দামও একটু বৃদ্ধি।

পৌরসভার (৭নং ওয়ার্ড) কালুর দোকান এলাকার রিক্সা চালক জসিম উদ্দীন। তিনি বলেন, আমার পরিবারে ২ ছেল ৩ মেয়েসহ ৭ জন সদস আছে। মৌসুমী ফল তরমুজ খেতে সবাই আগ্রহী। দামতো বেশি। সারাদিন রিক্সা চালিয়ে ৪০০/৫০০ টাকা আয় হয়। তারমধ্যে থেকে ১২০ টাকা রিক্সাবাড়া দিতে হয়। বাকী টাকা দিয়ে চাল কিনবো নাকি মাছ তরকারী কিনবো। ছোট্ট চাইজের তরমুজ নিয়ে কিছুই হবেনা। বড় চাইজের নিতে গেলে সব টাকাই চলে যাবে। অবশেষে তরমুজ না নিয়ে বাসায় ফিরে যেতে হবে এমনটা বললেন রিক্সাচালক জসিম উদ্দীন।

গতকাল সরজমিনে শহরের লালদীঘির পাড়, বন বিভাগ কার্যালয়ের সামনে, বাজারঘাটা, হাসপাতাল সড়ক, ঝাউতলা, পানবাজার, এন্ডারসন সড়ক, বড়বাজার, আইবিপি সড়ক, পিটিস্কুল বাজারে , কালুর দোকান বাজারে, লিংক রোড এলাকার শতাধিক ফলের দোকানে দেদারসে বিক্রি হচ্ছে তরমুজ।

আরও খবর