সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্বিতীয় ছবি প্রকাশ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ হয়ে সেখানে একটি ভাড়া বাসায় যাওয়ার পরপরই শুক্রবার ৫ এপ্রিল সকালে একটি ছবি তার নিজস্ব ফেসবুকে প্রকাশ করেছেন। এটি সিঙ্গাপুরে প্রকাশিত তাঁর দ্বিতীয় ছবি। এর আগে গত ১ এপ্রিল হাসপাতালে তোলা আরো একটি ছবি তিনি প্রকাশ করেছিলেন। এ ছবিতে মন্ত্রী ওবায়দুল কাদের সাদা পায়জামা, পান্ঞ্জাবীর উপর মুজিব কোট পরে স্বাভাবিক ভঙ্গিতে পাশে দু’জন দর্শনার্থী সহ তোলা ছবিটি জনসমক্ষে ছেড়েছেন।

আরও খবর