ডেস্ক রিপোর্ট – নীলফামারীর সৈয়দপুরে ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামে একটি এনজিও সুদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এর কবলে পড়ে অনেক ব্যবসায়ী দেওলিয়া হয়ে এখন পালিয়ে বেড়চ্ছেন বলে জানা গেছে।
জানা যায়, শহরের বঙ্গবন্ধু রোডস্থ টেলিফোন অফিস সংলগ্ন ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ (ডিএনবি) নামে একটি বেসরকারি সংস্থা ২০১৭ সালের ফেব্রুয়ারী মাস থেকে দৈনিক ঋণ প্রদান ব্যবসা চালিয়ে আসছে। এ প্রতিষ্ঠানের আড়ালেই এরিয়া ম্যানেজার মো. শাহিবুল ইসলাম লেবু মোটা অংকের বিনিয়োগ করেন। শুরু করেন নতুন পদ্ধতির সুদের ব্যবসা। ১২০ দিনের দৈনিক কিস্তিতে ব্যসায়ীদের মাসিক শতকরা সাড়ে ১২ ভাগ লাভে ঋণ প্রদান করেন। ব্যবসায়ীরা প্রতিদিনের বিক্রি শেষে রাতের বেলা তাদের কিস্তি পরিশোধ করেন। তবে এরই মধ্যে টার্মিনাল এলাকার নীল সাগর কনফেকশনারির মালিক, রানা ট্রেডার্স, মুক্তা মটরস এর মালিকসহ আরও অনেকে ঋণের বোঝা টানতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, ৮ লাখ টাকায় ১২০ দিনে ৯ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করতে হয়। প্রথমে প্রতিদিনের কিস্তি ভালোভাবে পরিশোধ করা গেলেও বর্তমানে ব্যবসা মন্দা থাকায় ব্যবসায়ীরা কিস্তি চালাতে পারছে না। ব্যবসা হারিয়ে অনেকটা গোপনে চলাফেরা করছেন।
এদিকে দীর্ঘ আঠারো মাস ধরে ওই প্রতিষ্ঠানটি সরকারের অনুমোদন ছাড়াই রাজস্ব ও ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসলেও কারো নজরে আসেনি। এতে প্রতিষ্ঠানটির ভুয়া মালিক অল্প দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন।
এ নিয়ে প্রতিষ্ঠানটির ঢাকা কার্যালয়ের নির্বাহী পরিচালক দুলাল আহমেদ জানান, কাউকে দৈনিক ভিত্তিতে কিস্তির ঋণ প্রদান করার অনুমতি দেয়া হয়নি। তাই আমরা দ্রুত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
তবে অভিযুক্ত এরিয়া ম্যানেজার মো. শাহিবুল ইসলাম লেবুর সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি এর কোনও সদুত্তর দিতে পারেননি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-