ডেস্ক রিপোর্ট – রাজধানীর ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের লাশ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।
উদ্ধার হওয়া দুইজন হলেন- তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)।
হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই লাশ দু’টি উদ্ধার করা হয়েছে জানিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেন্টু মিয়া জানান, প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-