আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট – রাজধানীর ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের লাশ উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

উদ্ধার হওয়া দুইজন হলেন- তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)।

হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই লাশ দু’টি উদ্ধার করা হয়েছে জানিয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেন্টু মিয়া জানান, প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আরও খবর