শহিদুল ইসলাম, উখিয়া :
স্থানীয়দের চাকরীতে অগ্রাধিকার ও সুযোগ-সুবিধা দাবী করে রেডক্রিসেন্ট অফিসে তালা লাগিয়ে দিয়েছে স্থানীয় চাকরীজীবিরা।১ এপ্রিল সকাল ৯টায় উখিয়ার কুতুপালংস্থ রেড ক্রিসেন্ট অফিসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুতুপালং এলাকার জুয়েল বড়ুয়া জানান,তিনি দীর্ঘ ১ বছর যাবৎ রোহিঙ্গা সেবায় নিয়োজিত কুতুপালংস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসে বিডিআরসিএস ভলান্টিয়ার পদে কর্মরত আছেন। নিয়মিত করণের জন্য তাকে বহুবার ইন্টারভিতে ডাকা হয়েছে। রহস্যজনক ভাবে তাকে চাকরীতে নিয়মিত করা হচ্ছে না।
জুয়েল বড়ুয়া অভিযোগ করে বলেন, ২ দিন আগে বহিরাগত যারা নিয়োগ পেয়েছে, তাদের একদিনের মধ্যে নিয়মিত করা হচ্ছে। নিয়োগদান কালে বলা হয়েছিল কমপক্ষে ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে।তাতে নিয়মিত হওয়া যৌক্তিকতা রয়েছে জুয়েল বড়ুয়ার। নিয়মিত হওয়া ও পদোন্নতি পেতে জুয়েল বড়ুয়া সিভিও জমা দিয়েছিলেন।কিন্তু তাকে কাজে নেই, বলে নিয়মিত করা হয়নি।ফলে ক্ষোভের সঞ্চারে প্রতিবাদ মুখর হয়ে কুতুপালংস্থ রেড ক্রিসেন্ট অফিসে তালা লাগিয়ে দেন।
খবর পেয়ে রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য বখতেয়ার আহমদ প্রতিবাদকারীদের আশ্বস্ত করে বলেন,এ বিষয়ে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করে সমাধান করা হবে, এমন ঘোষণা দিলে প্রতিবাদ কারীরা শান্ত হয়।
জুয়েল বড়ুয়া সহ প্রতিবাদকারীদের অনেকেই বলেন,তাদের দাবী আদায় না হওয়া রেড ক্রিসেন্টে কর্মরত স্থানীয় কোন চাকরীজিবী কর্মস্থলে যাবেনা এমন ঘোষণা দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-