কলাতলীতে চাঁদাবাজদের হামলায় ৫ ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের কলাতলীদের চিহ্নিত চাঁদাবাজ সিন্ডিকেটের হামলায় ৫ ছাত্রলীগ নেতা আহত হয়েছে।

রোববার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলাতলীর একটি আবাসিক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আতিকুর রহমান রানা ( সাবেক ছাএলীগ ১২ ওয়ার্ড কমিটির সভাপতি), আসিফ চৌধুরী ( সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ), আনছারুল করিম ( বর্তমান জেলা ছাত্রলীগগ সহ সম্পাদক), এখলাসুর রহমান ( বর্তমান ছাত্রলীগ সভাপতি ১২ নং ওয়ার্ড দক্ষিণ), মোশারফ হোসেম পারভেজ ( সাবেক সহ সভাপতি ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ) ও সোহেল।

আহত আতিকুর রহমান রানা বলেন, চাঁবাজিতে বাঁধা দেয়ায় পুর্ব শক্রতা জের ধরে শামসুল আলমের ছেলে ও ৬ টি গাড়ী চুরি মামলার আসামী মো. রাসেল, গোলাম কবিরের ছেলে নবী হোসেন, হাসমত আলীর ছেলে মামুনুর রশীদ, গোলাম কবিরের ছেলে আব্দুল মবিন, নুরুল ইসলাম ভেট্টু, আব্দুর রহমানের ছেলে মো. সাকিব ও জহির সওদাগরের ছেলে শফিউল আলমসহ আরও অনেকে আমাদের উপর অতর্কিত হামলা করেছে। এসময় তাদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পুর্ব শত্রুতার জের ধরে (চাঁদাবাজিতে বাঁধা) তারা এ হামলা চালিয়েছে।

এদিকে এবিষয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মামলার প্রস্তুতিও চলছে।

আরও খবর