সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মোজাম্মেলপুত্র জুয়েলই বেসরকারীভাবে জেলার গুরুত্বপূর্ণ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থধাপে কক্সবাজার সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়।
৩১ মার্চ (রোববার) উৎসবমুখর পরিবেশে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন এবং গণনা শেষে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী কক্সবাজারের কিংবদন্তি নেতা প্রয়াত একেএম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র কায়সারুল হক জুয়েল।
তিনি ৩৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী সেলিম আকবর আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫৫৭ ভোট। ঘোড়া প্রতীক নিয়ে সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার পেয়েছেন ২০ হাজার ৪২ ভোট ও লাঙ্গল প্রতীক নিয়ে অধ্যাপক আতিকুর রহমান পেয়েছেন ১৬ শত ৭০ ভোট।
এদিকে কায়সারুল হক জুয়েলের বিজয়ের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। পরে মিছিলটি লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে শুকরিয়া সমাবেশ করেন নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, এমপি সাইমুম সরওয়ার কমল ও বিজয়ী চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান নবাব মিয়ার ছেলে রশিদ মিয়া। ১৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি টিয়াপাখি প্রতীক নিয়ে হাসান মুরাদ আনাচ পেয়েছেন ১২ হাজার ৭৫৮ ভোট। গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে কাজী রাসেল আহম্মদ নোবেল ১১ হাজার ৬৩৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন, তালা প্রতীক নিয়ে কামাল উদ্দীন কামাল পেয়েছেন ১১ হাজার ৪০ ভোট, মাইক প্রতীক নিয়ে বাবুল কান্তি দে পেয়েছেন ৯ হাজার ৪৩৪ ভোট, টিউবওয়েল প্রতীক নিয়ে আমজাদ হোসেন ছোটন পেয়েছেন ৮ হাজার ৮৯০ ভোট, চশমা প্রতীক নিয়ে কাইয়ুম উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৬৩৫ ভোট, উডোজাহাজ প্রতীক নিয়ে মোর্শেদ হোসেন তানিম পেয়েছেন ৫ হাজার ৯৫৮ ভোট ও পালকি প্রতীক নিয়ে আব্দুর রহমান পেয়েছেন ১২ শত ৮২ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে হামিদা তাহের ৪৮ হাজার ৮৪৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যা এ নির্বাচনের সার্বোচ্চ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি প্রজাপতি প্রতীক নিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা পেয়েছেন ২১ হাজার ৫১০ ভোট। পদ্মাফুল প্রতীক নিয়ে আয়েশা সিরাজ পেয়েছেন ১৪ হাজার ৪৬৫ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, সদর উপজেলা নির্বাচন অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হয়। এতে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কায়সারুল হক জুয়েল, ভাইস চেয়ারম্যান (পুরুষ) রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হামিদা তাহের।
উল্লেখ্য, গত ২৪ মার্চ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এক সপ্তাহ পিছিয়ে দিয়ে ৩১ মার্চ ভোট গ্রহনের নতুন তারিখ ঘোষনা দেয় নির্বাচন কমিশন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-