টেকনাফ পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা: শাহীন সভাপতি, বাবলু সম্পাদক

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ

দীর্ঘ কয়েক বছর বিগত হওয়ার পর অবশেষে কক্সবাজার জেলা ছাত্রলীগের আওতাধীন টেকনাফ পৌর শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

৩০ মার্চ শনিবার রাতে উক্ত কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমদ জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ পৌর শাখা নব-গঠিত কমিটিতে মোঃ শাহীনকে সভাপতি, মোঃ ইব্রাহিম বাবলুকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষনা করা হয়। পাশাপাশি আগামী একমাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জেলা ছাত্রলীগ।

টেকনাফ পৌর ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটির সভাপতি ও তরুণ তুখোড় ছাত্রনেতা মোঃ শাহীন অভিমত প্রকাশ করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পদার্পন করেছি। দীর্ঘদিনের ছাত্ররাজনীতিতের আমার অবদানের স্বীকৃতি পাওয়ায় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানায়।

টেকনাফ শহরের প্রতিটিতে ঘরে ছাত্রলীগের কর্মী সৃষ্টিতে আমার নিরলস প্রচেষ্টা থাকবে।’

আরও খবর