উখিয়া ছাত্রলীগের সা.সম্পাদক ইব্রাহিমের মেজবানে কোরআন পাখীদের সম্মিলন

ডেস্ক রিপোর্ট – কক্সবাজার:মানবতার ফেরিওয়ালা খ্যাত,শেখ হাসিনার “দাবাই ঘর” এর অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের মনিটরিং সেলের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ারস্থ রোহিঙ্গার চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন যে ছাত্রলীগ কর্মী।

সে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদের সৌজন্যে হেফজ বিভাগের শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে।
২৯ মার্চ জুমাবার ঘুমধুম কয়লার শহরস্থ ইমাম বোখারী হেফজখানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেজবানে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল লতিফিয়া হেফজখানা,কাস্টমস আশ্রাফুল উলুম মাদ্রাসা,বালুখালী দাখিল মাদ্রাসা ও কয়লার শহর ইমাম বোখারী হেফজখানার ২ শতাধিক হেফজ বিভাগের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় আলেম সমাজ, সাংবাদিক, রাজনৈতিক,যুবলীগ ছাত্রলীগ নেতা সহ প্রায় ৫ শতাধিক মানুষকে জুমার নামাযের পর দুপুরের আহার ভোজন করা হয়।এসময় উখিয়ার সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী,যুগান্তর প্রতিনিধি শফিক আজাদ,আমাদের অর্থনীতি, সাঙ্গু,ইনানীর উখিয়া প্রতিনিধি, চট্রলা বাংলা সম্পাদক
শ.ম.গফুর,উখিয়া নিউজ,সম্পাদক ওবাইদুল হক চৌধুরী,উখিয়া ছাত্রলীগ নেতা হাসান,জাহাংগীর,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক জিশানুল হক,ছাত্রলীগ সভাপতি মো:সোহেল রানা,যুবনেতা আলী আকবার,মিজানুল বশর,মৌ: জামাল উদ্দিন,মৌ:হাফেজ মোকতার আহমদ, হলদিয়ার কৃষকলীগ নেতা আবদুল মান্নান প্রমুখসহ শতশত ছাত্রলীগ নেতাকর্মী সহযোগিতায় ছিলেন।

আরও খবর