নারীর পেট চেড়া লাশ উদ্ধার, ভেতরে শিশু

ডেস্ক রিপোর্ট – নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শিয়রবর বাজার এলাকায় মধুমতী নদী থেকে লোহাগড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে নদীতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশের পরিচয় মেলেনি। ওই নারীর পেট চেড়া ছিল। পেটে আনুমানিক ৬-৭ মাসের মৃত নবজাতক। তার পরনে জাম রঙের বোরকা, লাল-সবুজের ছাপা জামা, লাল পায়জামা ও হলুদ রঙের ওড়না ছিল। লাশের গলায় পাটের রশি পেঁচানো। অজ্ঞাত পরিচয় ওই নারীর আনুমানিক বয়স ৩০বছর। ধারনা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।

লোহাগড়া থানার এসআই এনামুল হক বলেন, মধুমতীর উজান এলাকা থেকে লাশটি ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর