বনানীর এফ আর টাওয়ারে আগুন, ভেতরে আটকা অনেকে

ডেস্ক রিপোর্ট – রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ। বিল্ডিংয়ের ভেতরে অনেকজন আটকা রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। 

তিনি কে বলেন, ‘বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটি কাজ করছে। এ মুহূর্তে এর বেশি বিস্তারিত বলা যাচ্ছে না।’

আরও খবর