পাচারের সময় ঢাকা থেকে ৪ রোহিঙ্গা নারী উদ্ধার

ডেস্ক রিপোর্ট – পাচারের উদ্দেশ্যে ঢাকায় আনা চার রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে র‍্যাব। বুধবার ভোরের দিকে খিলগাঁওয়ে র‍্যাব-৩ এর অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাসপোর্ট ও ভুয়া জন্ম নিবন্ধনের কপি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খিলগাঁও থেকে পাচারের উদ্দেশ্যে আনা চারজন রোহিঙ্গা নারীকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের এক সদস্য ও একজন পাসপোর্ট দালালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্ম নিবন্ধনের কপি, পাসপোর্টের ফরম ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।

আরও খবর