শাহেদ মিজান :
কক্সবাজার বিমানবন্দর থেকে তিন হাজার ২০০ পিস ইয়াবাসহ নুরুল আমিন (৩২) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক নুরুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার পোকখালীর পুর্ব সিকদার পাড়ার নুর হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০ টার নভোএয়ারের একটি বিমানের যাত্রী ছিল নুরুল ইসলাম। নিয়ম মতে তার লাগেজ তল্লাশী করা হয়। স্ক্যানিং মেশিনের মাধ্যমে লাগেজের ভেতরের ইয়াবা সনাক্ত করা হয়। পরে লাগের ভেতর থেকে সময় তার লাগেজে এসব তিন হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এসব ইয়াবাসহ আটকের পর তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বিমানবন্দর ব্যবস্থাপক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-