ডেস্ক রিপোর্ট – রাজধানীর কালাচাঁদপুর থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। একই ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) র্যাব-১ এর অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেন।
মো. সারওয়ার-বিন-কাশেম বলেন- গ্রেফতারকৃতরা হলেন, রিপন কান্তি চাকমা (৩৫), মো. ইসমাইল হোসেন (৪৫), মো. নুরুল ইসলাম (৩৫), সামু সিং (২৫) ও মোসা.আয়শা আক্তার আশা (১৯)।
সারওয়ার-বিন-কাশেম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারসহ রাজধানীর কালাচাঁদপুর এলাকা থেকে এই ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ ৪ লাখ ৫০হাজার ৩০০ টাকা উদ্বার করা হয়।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-