মালয়েশিয়ার মনোরেইল সাইটে কাজ করা একজন বাংলাদেশি শ্রমিকের আশ্চর্য সুন্দর চোখ সেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। আবেদেন মুং নামে একজন ফ্রি-ল্যান্স ফটোগ্রাফার তার টুইট একাউন্টে ছবিটি পোস্ট করেন।
ঐ শ্রমিকের নাম জানেন না মুং। তবে তার কাটা-কাটা চোখের নিঁখুত চাহনি এক অসাধারণ সুন্দর পোর্ট্রেটের সৃষ্টি করেছে।
এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার বার রিটুইট হয়েছে টুইটারের পোস্টটি এবং প্রায় ৭০ হাজার লাইক পেয়েছে। টুইটে মুং ছবিটি তোলার গল্পও শেয়ার করেছেন।
তিনি বলেন, ‘প্রতিদিন আমি জালান ইপোহ্ এর যে স্থানে সকালের নাস্তা করি, সেখানেই একটি স্থানে এমআরটির নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন ঐ বাংলাদেশি। আমি সেখানে একটি ভিডিও ব্লগের কাজ করার সময় প্রথম তাকে দেখি। আমি সেদিন আর তার ছবি নিতে পারিনি, কারণ আমি ভিডিও চিত্রে ব্যস্ত ছিলাম। পরের দিন সকালে আবারো তাকে একই স্থানে পাই।’
মুংয়ের তখনই মনে হয়, এই ধরণের চোখের রং এর আগে দেখা যায়নি। অবশ্যই একটি স্থির ছবি তোলা প্রয়োজন। তবে ঐ শ্রমিক খুবই লজ্জা পাচ্ছিলেন এবং বার বার এমআরটি’র রানওয়ের দিকে তাকাচ্ছিলেন।
মুং বলেন, ‘তিনি খুবই লজ্জিত ছিলেন এবং বুঝতে পারছিলেন না, কোনদিকে তাকাবেন। কেননা আমি একটি মোবাইলে ছবি তুলছিলাম। বার বার ক্যামেরায় তাকাতে বলছিলাম, তবে সোজাসুজি লেন্সে না তাকানো পর্যন্ত সঠিক ছবিটি পাওয়া যাচ্ছিল না। তিনি ঘামতে শুরু করেছিলেন।’
মুং লিখেছেন, ‘অবশেষে আমি তার চোখের ছবি তুলতে পেরেছি। এটা কি সুন্দর নয়?’
ছবিটি টুইট করার পর অনেকেই মুংকে অনুরোধ করেছেন ঐ বাংলাদেশি শ্রমিককে আবারো খুঁজে বের করতে এবং আরও সঠিকভাবে তার চোখের ছবি তুলতে।
টুইটে বেশিরভাগ মানুষই ঐ বাংলাদেশি শ্রমিকের চোখ জোড়ার প্রশংসা করেছেন। অনেকেই তাকে মডেলিংয়ে প্রয়োজন বলে জানিয়েছেন। আবার কিছু মানুষ একজন অভিবাসী শ্রমিককে ব্যাঙ্গাত্মক ভাষায় মন্তব্য করেছেন। তবে মুং তাদের এক হাত নিয়ে বলেছেন, ‘আরেকজনের সম্পর্কে মন্তব্য করার আগে নিজেকে আয়নায় দেখে নিন।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-