চিত্র-বিচিত্র ডেস্ক :: ভোট বৈতরণী পার করতে বিভিন্ন প্রার্থী বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। তাই বলে এমন প্রতিশ্রুতি! উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে খবরের শিরোনাম হয়েছেন ভারতের তামিলনাড়ুর তিরুপুরের স্বতন্ত্র প্রার্থী এ এম শেখ দাউদ।
স্বতন্ত্র হিসেবে তামিলনাড়ুর অথিয়ুরের দাউদ ভোটে মনোনয়ন জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভোটে শুধু জেতার অপেক্ষা! জিতলেই প্রত্যেকে বিনামূল্যে ১০ লিটার দেশি মদ পাবেন এলাকায়। পাশাপাশি তাঁর সাংসদ তহবিলের টাকা থেকে প্রত্যেক মহিলা যাঁরা বিয়ে করতে চলেছেন বা সদ্য বিবাহিতা, তাঁরা ১০ লাখ টাকা নগদ ও সোনা পাবেন। এখানেই শেষ নয়। এলাকার সমস্ত বাড়িতে চাকরিযোগ্য ব্যক্তিরা পাবেন সরকারী চাকরি।
৫৫ বছর বয়সী এই প্রার্থীর দাবি তিনি জিতলেই প্রত্যেক গৃহিনী পেতে চলেছেন প্রতিমাসে ২৫ হাজার টাকা।
এ এম শেখ দাউদের দাবি, স্বাস্থ্যগত কারণে তিনি বিনামূল্যে ১০ লিটার দেশি মদ এলাকাবাসীদের দিতে চান। আর এই সমস্ত প্রতিশ্রুতিকে সামনে রেখেই তিনি আগামীর ভোট যুদ্ধ জিতবেন বলে দাবি করেছেন এই প্রার্থী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-