রামুতে ১৬৪৭ ভোটের ব্যবধানে কাজল চেয়ারম্যান নির্বাচিত

আবুল কাসেম সাগর, রামু ::

রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৬৪৭ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহেল সরওয়ার কাজল।

উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল আনারস মার্কায় পেয়েছেন ৩১ হাজার ৩ শত ২৭ ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজুল আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৬শত ৮০ ভোট।

ইউনিয়ন গুলোর প্রাপ্ত ফলাফল : কচ্ছপিয়া ইউনিয়নে আনারস ৩৫০৪- নৌকা ২০৯০, জোয়ারিয়ানালা ইউনিয়নে আনারস ২৮১৮ – নৌকা ৩৩১৪, চাকমারকুল ইউনিয়নে আনারস ১৭৩৪ – নৌকা ১৫৮৯, কাউয়ারখোপ ইউনিয়নে আনারস ৪০৪৭ – নৌকা ১৯৩৩, ঈদগড় ইউনিয়নে আনারস ২১২৬- নৌকা ২৭৪৫, গর্জনিয়া ইউনিয়নে আনারস – ২০২৮ – নৌকা ৩৯২৮, খুনিয়া পালং ইউনিয়নে আনারস ২৯০০ – নৌকা ৪০১৬, রশিদ নগর ইউনিয়নে আনারস ২০৬৫ – নৌকা ১৮৭৫, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আনারস ২২৮০ – নৌকা ১৬২৬, রাজারকুল ইউনিয়নে আনারস ৩৩১৮ – নৌকা ১৭৬৭ ভোট, ফতেখারকুল ইউনিয়ন আনারস ৪৪৮৭, নৌকা ৪৭৯৭ ভোট।

উল্লেখ্য, ১১ টি ইউনিয়ন নিয়ে গঠিত রামু উপজেলার মোট ভোটার ১ লাখ ৫৮ হাজার ১৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮১ হাজার ৪১০ জন। নারী ভোটার রয়েছেন ৭৬ হাজার ৬০৮ জন। তাদের জন্য ৬১ টি কেন্দ্র স্থাপন করা হবে । কক্ষ স্থাপন করা হবে ৩১৮ টি। রামু উপজেলায় মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ২ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থি রয়েছে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২ প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে রয়েছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ সিকদার।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারি ৩ প্রার্থিনী হলেন, আফসানা জেসমিন পপি, মনোয়ারা ইসলাম নেভী এবং মুসরাত জাহান মুন্নী।

আরও খবর