টেকনাফে চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কার নুরুল আলম এগিয়ে

নিজস্ব প্রতিবেদক : ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মোটর সাইকেল মার্কার প্রার্থী নুরুল আলম।

উপজেলার ৫৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ প্রাপ্ত ২৫ টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, নুরুল আলম মোটর সাইকেল প্রতীক নিয়ে ২০ হাজার ১ শত ৯৬ ভোট, আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ মোহাম্মদ আলী নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৭ শত ৫৭ ভোট, আনারস প্রতীক নিয়ে জাফর আলম পেয়েছেন ৭ হাজার ৫ শত ৮৯ ভোট।

এদিকে রবিবার সকাল ৮ টা থেকে ভোট শুরু কোন অপৃতিকর ঘটনা ছাড়া সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুস্থ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে কিছু কিছু কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ উঠলেও তাৎক্ষনিক আইন শৃংখলা বাহিনীর নজর দারী থাকায় কোন অপৃতিকর ঘনা ঘটেনি।

আরও খবর