ডেস্ক রিপোর্ট – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াফেরত এক যাত্রীর পায়ের মোজার ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ । যাত্রী গাজী শামীমের দুই পায়ের মোজার ভেতরে লুকানো অবস্থায় ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার এবং ১৯৮ গ্রাম অলংকার অর্থাৎ মোট প্রায় ১২০০ গ্রাম স্বর্ণবার ও অলংকার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ জাকারিযা সমকালকে জানান, যাত্রী গাজী শামীমের (২৯) গ্রামের বাড়ি শরীয়তপুর৷ ইউএসএ- এর পিআরধারী যাত্রী শামীম গতমাসে দেশে আসেন। এপ্রিল মাসে ইউএসএ যাওয়ার কথা ছিল।শনিবার বিকেলে ইউএস বাংলা ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে ঢাকায় আসে ৷ গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদ জাকারিযার নেতৃত্বে বি-শিফটের কর্মকর্তারা যাত্রী গাজী শামীমকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করেন৷ যাত্রী কোনো ঘোষণা ছাড়া গ্রিণচ্যানেল অতিক্রম করলে কাস্টমস কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে ৷ এ সময় তিনি স্বর্ণবার বা শুল্কযোগ্য পণ্য থাকার কথা অস্বীকার করেন ৷ পরে ব্যাগেজ কাউন্টারে এনে তার দেহ তল্লাশি করলে দুই পায়ের মোজার ভেতর ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার এবং ১৯৮ গ্রাম অলংকার অর্থাৎ মোট প্রায় ১২০০ গ্রাম স্বর্ণবার ও অলংকার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। স্বর্ণবারগুলো ডিএম (ডিটেনশন মেমো) করে ঢাকা কাস্টম হাউজের শুল্ক গুদামে জমা রাখা হয়েছে। এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-