ডেস্ক রিপোর্ট – পশ্চিমা দেশগুলোতে বসবাসকারী সংখ্যালঘু মুসলিমদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে। এবার হামলার শিকার হয়েছেন গর্ভবতী এক মুসলিম নারীসহ দুই নারী।
এ হামলার ঘটনা ঘটেছে ইউরোপের দেশ জার্মানিতে। সেখানে অতি ডানপন্থী সন্ত্রাসবাদের হুমকি বেড়ে যাওয়ার কারণেই বিভিন্ন সময়ে হামলার মুখে পড়ছেন মুসলিমরা।
তুরস্কের সরকারি গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, হিজাব পরার কারণে ওই দুই নারীর ওপর অজ্ঞাত এক ব্যক্তি হামলা চালিয়ে পালিয়ে যায়। জার্মানির রাজধানী বার্লিনের নিউকোলন রেলস্টেশনের কাছে ওই হামলার ঘটনা ঘটে।
বুধবার জার্মান গণমাধ্যমে এ খবর ছাপা হয়েছে । খবরে বলা হয়, এক ব্যক্তি তার কুকুর নিয়ে ওই স্টেশনে হাঁটছিল। এ সময় হিজাব পরা ওই দুই নারীকে দেখে সে বিদ্রূপ করতে থাকে। এক পর্যায়ে সে তাদের ওপর হামলা চালায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-