মাদকের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না: এসপি মাসুদ

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেছেন, মাদকের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। নির্বাচনে মাদক ব্যবসায়ীদের ভোট দিবেন না।

শুক্রবার বিকেলে টেকনাফে মাদক, জঙ্গি, দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি আরো বলেন, ইয়াবা ব্যবসায়ীরা যতই কৌশল করুক না কেন, কেউ রেহাই পাবে না। মাদক ব্যবসার টাকায় আলিশান বাড়ি নির্মাণ বা সুন্দর জীবন করতে পারবেন না।

এলাকাবাসীর উদ্দেশ্যে এসপি বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য দিন, যারা তথ্য দিবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডিশনাল এসপি মো. ইকবাল হোসাইন, শামলাপুর পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনোয়ার হোসেন, শামলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী ইউসুফ জামিল, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মনজুর, অভিনেতা ইলিয়াছ কোবরা।

এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা।

আরও খবর