উখিয়ায় নাশকতার পরিকল্পনা : ৬টি বোমা সাদৃশ্য লোহার কোটা সহ রোহিঙ্গা আটক

শহীদুল ইসলাম,উখিয়া

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির দিনের পর দিন সন্ত্রাসীদের আতুড়ঘর হিসেবে গড়ে উঠতে শুরু করেছে।

শুক্রবার দুপুর ১ টায় উখিয়া থানা পুলিশ গ্রামবাসীর সহযোগীতায় রাজাপালং ইউনিয়নের পূর্ব ডেইলপাড়া গ্রাম থেকে ৬টি বোমা সাদৃশ্য লোহার কোটাসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।

রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড ডেইলপাড়া গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম জানান, কুতুপালং ৬নং ক্যাম্পের ই-৩ ব্লকের সুলতান আহমদের ছেলে মোঃ ফারুক (২৮) একটি সিএনজি নিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে ডেইলপাড়া গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীর সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাসী করে ৬টি বোমা সাদৃশ্য লোহার কোটা পাওয়া যায়।

আরও খবর