কক্সবাজারে সাংবাদিকের মোটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরের হাঙ্গার পাড়া থেকে এক সাংবাদিকের মোটর সাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

মোটর সাইকেলটি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আপন কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও জয়যাত্রা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ফরিদের। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি। তার মোটরসাইকেলটি নীল রংয়ের বাজাজ ডিসকোভারী ১৩৫ সিসির নং- কক্সবাজার হ-১১-১৪২০। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাইকেলটির কোন তথ্য পাওয়া যায়নি।

ফরিদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হাঙ্গার পাড়া এলাকায় তার নিজ বাসার সামনে মোটর সাইকেলটি রেখে যান। কিছুক্ষণ পর এসে তিনি দেখেন ওই স্থানে মোটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে কক্সবাজার সদর থানায় বিষয়টি অবহিত করেন বলে জানান তিনি।

আরও খবর