বেনাপোলে ২০টি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি :

যশোরের বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে বুধবার ভোরে ২০টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আটক জিকরুল আলম নড়াউলের লোহাগাড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস’র একটি পরিবহনে তল্লাশি করে জিকরুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৬শ’ গ্রাম। বাজার মূল্য এক কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা।  

আরও খবর