এবার জুতার মধ্যে ১০ হাজার মার্কিন ডলার, পাচারকারী আটক

মোঃ রাসেল ইসলাম, (বেনাপোল) যশোর

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে বেনাপোল প্যাসেন্জার টার্মিনালে সামনে বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার আমেরিকা ডলার সহ কবির মাতব্বর (৪০)নামে এক পাচারকারীকে আটক করেছে।

আটক পাচারকারী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালিগাম গ্রামের মুনসুর আলীর ছেলে।বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদে জানতে পারি এক ইউএস ডলার পাচারকারী বিপুল পরিমান ডলার নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

এমন সংবাদে আইসিপি কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, সিপাহী সিদ্দিকুর রহমান ও মহিলা সৈনিক জেসমিন সেখানে অভিযান চালায়। পরে তার শরীর তল্লাশি করে জুতার মধ্য থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার মার্কিন ডলার উদ্ধার করে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান ১০ হাজার ইউএস ডলার সহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর