জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ২৩ মার্চ

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল :

কক্সবাজার জেলা আইনজীবী সহকারী (এডভোকেট ক্লার্ক) সমিতির নির্বাচন আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ৪৮৪ জন ভোটার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ভোট দেবেন। জেলা আইনজীবী সমিতির নিজস্ব ভবনের দ্বিতীয়তলায় এ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের জন্য প্রতিদ্বন্ধিতা করছেন ৩০ জন প্রার্থী। একদিকে সভাপতি পদে ফোরকান আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. আতাউল ইসলাম প্যানেল অন্যদিকে সভাপতি পদে নুরুল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো. তুহিনকে মনোনীত করে পৃথক দুইটি প্যানেল ঘোষনা করা হয়।

সভাপতি পদে ফোরকান আহমেদ খোকন ও সাধারণ সম্পাদক পদে মো. আতাউল ইসলাম প্যানেলের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে মো. নুরুল ইসলাম ও সহ-সভাপতি পদে হাফেজ আহমদ জিসান, সহ-সাধারন সম্পাদক (সাধারন) এরশাদ উল্লাহ, সহ-সাধারন সম্পাদক (হিসাব) মো. শাহজাহান, তথ্য ও প্রচার সম্পাদক পদে মো. বেলাল উদ্দীন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মুফিজুর রহমান। নির্বাহী সদস্য যথাক্রমে, মোজাফ্ফর আহমদ, কামাল উদ্দীন চৌধুরী, রশিদ আহমেদ হুমায়ুন, মোজাম্মেল হক, খোরশেদ আলম, সন্তোষ শর্মা ও নুরুল কবির আকিব।

সভাপতি পদে নুরুল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো. তুহিন প্যালেনের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম ও সহ-সভাপতি পদে মোহাম্মদ হাশেম উদ্দীন, সহ-সাধারন সম্পাদক (সাধারন) মো. আব্দুল্লাহ, সহ-সাধারন সম্পাদক (হিসাব) মো. শামসুল আলম, তথ্য ও প্রচার সম্পাদক পদে রুহুল আমিন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহাব উদ্দীন। নির্বাহী সদস্য যথাক্রমে, মাহামুদুল হক চৌধুরী, মো. ওসমান গনি, মিজানুর রহমান, সিরাজুল হক, জিয়াউর রহমান, আজগর আলী ও মো নাছির উদ্দীন।

আরও খবর