সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল
আজ রবিবার নির্বাচনী গণসংযোগ ও পথসভায় খুরুশকুলবাসীর ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক কাজী রাসেল আহম্মদ (নোবেল)।
প্রতীক পাওয়ার শুরু থেকেই ভোটার এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন তরুণ এই প্রার্থী। গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে তিনিই প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে বলে মতামত প্রকাশ করেন সাধারণ ভোটাররা। এ সময় খুরুশকুলে তিনি ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন। তরুণ প্রার্থী কাজী রাসেল কে পেয়ে উৎফুল্ল হয়ে উঠেছে খুরুশকুলবাসী। এ বারে তরুণ হিসেবে চমক দেখাবেন তিনি। কাজী রাসেলর মতো তরুণ প্রার্থীরা বিজয়ী হলে সমাজ ও দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করেন ভোটাররা।
আজ সোমবার সদরের খুরুশকুলে ইউনিয়নের টাইম বাজার পৌঁছলে গ্যাস সিলিন্ডার প্রতীকের প্রার্থী কাজী রাসেল ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী। এ সময় ওই স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি। পরে খুরুশকুল শান্তি নিকেতনে ও হেফখানায় গেলে ছোট্ট ছোট্ট হুজুরদের ভালোবাসায় সিক্ত গ্যাস সিলিন্ডার প্রতীকের প্রার্থী কাজী রাসেল। ওই সময় গ্যাস সিলিন্ডার মার্কায় সকলের দোয়া চাই। এরপরে একই ইউনিয়নের তেতৈয়া সওদাগর পাড়ায় রাস্তার মধ্যে দাড়িয়ে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর কাশেম ও তানবীরের পিতা মরহুম কাশেম মাষ্টারের কবর যিয়ারত করলেন কাজী রাসেল আহম্মদ নোবেল।
পথসভা ও গণসংযোগকালে গ্যাস সিলিন্ডার প্রতীকের প্রার্থী কাজী রাসেল আহম্মদ (নোবেল) বলেন, ভোট চাই ভোটরদের, দোয়া চাই সকলের। আমি কাজী রাসেল বঞ্চিত জনগনের পক্ষে। আজ আমি খুরুশকুলবাসীর কাছে ব্যাপক সাড়া পেয়েছি। তা আমার আজীবন মনে থাকবে। তিনি আরও বলেন, আমি শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। কথা দিচ্ছি নির্বাচিত হলে জনগণের পাশেই থাকবো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-