উগ্রবাদী হামলা রুখতে ও উপজেলা নির্বাচনকে ঘিরে উখিয়া-টেকনাফে র‍্যাবের টহল জোরদার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল

উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকায় থাকা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে উগ্রবাদী হামলা থেকে রক্ষা ও আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৭ মার্চ) দিনব্যাপী উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে টহল দিয়েছে র‌্যাব সদস্যরা।

(র‌্যাব-১৫) টেকনাফ এবং হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন নেতৃত্বে টেকনাফ, হ্নীলা, হোয়াইক্যং, শাপলাপুর, কুতুপালং, উখিয়া, কোটবাজারের উপাসনালয়গুলোতে টহল দেন র‌্যাব সদস্যরা।

নিউজিল্যান্ডে মসজিদে অতর্কিত সন্ত্রাসী হামলার পর র‌্যাবের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

(র‌্যাব-১৫) টেকনাফ এবং হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন কক্সবাজার জার্নালকে বলেন, ‘বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে যাতে সাম্প্রদায়িক হামলার ঘটনা না ঘটে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা নির্বাচন ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে র‌্যাবের টহল অব্যাহত রয়েছে।’

আরও খবর