ডেস্ক রিপোর্ট – রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় অভিযান চালিয়ে নয়জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির দুই লাখ তিন হাজার ৫৬০ টাকা।
শুক্রবার (১৫ মার্চ) রাতে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক ওই অভিযানের নেতৃত্ব দেন।
আটককৃতরা হলো- মো. এনামুল হক (৩৫), মো. কাদের (৪৫), মো. খোকন (২২), মো. আলামিন (২৫), মো. সাব্বির মিয়া (২৮), মো. তুষার সরকার (২১), মো. নেহারুল ইসলাম (২২), মো. আরজু ভূঁইয়া (২৫) ও আফরিন সুলতানা (১৯)।
র্যাব জানায়, এরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা রাজধানীর মুগদা, বাড্ডা, ভাটারা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে মাদকের কারবার করে থাকে। তাদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-