হুমায়ুন রশিদ, টেকনাফ :
টেকনাফ কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে সাইরং খাল হতে পরিত্যক্ত অবস্থায় ৪শ ৩২ ক্যান বিদেশী বিয়ার জব্দ করেছে।
১৫ মার্চ ভোররাত সোয়া ১২টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ সিজি ষ্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাইরং খাল এলাকায় অভিযানে গেলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪শ ৩২ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-